নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে পাস করেছেন মোট ১৮ হাজার ৫৫০ জন।

রবিবার বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এনামুল কাদের খানের সই করা বিজ্ঞপ্তিতে চূড়ান্ত ফল প্রকাশের কথা জানানো হয়।

প্রকাশিত ফলাফলে স্কুল-২ পর্যায়ে ৯৯৬ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন উত্তীর্ণ হয়েছেন। সার্বিক পাসের হার ৯২ দশমিক ১৫ শতাংশ।

এনটিআরসিএর ওয়েবসাইটে প্রার্থীরা ফল দেখতে পারবেন। কৃতকার্য প্রার্থীদের ফল এসএমএসে জানিয়ে দেবে টেলিটক।

১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল http://ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে পাবেন পরীক্ষার্থীরা।

আরো পড়ুন:

৮০ প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিক আইডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *