জাতীয়সর্বশেষ

১৫ বাংলাদেশির দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা

আফগানিস্তানের কাবুলে জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনার পর ১৫ বাংলাদেশির দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাদের সঙ্গে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থীরও ফেরার কথা ছিল।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) জাতিসংঘের শরণার্থী সংস্থার ব্যবস্থাপনায় একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে আসার কথা ছিল। গত বুধবার দুপুর থেকে তারা দেশে ফেরার জন্য কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অপেক্ষায় ছিলেন।
এর আগে কাবুলে বিমানবন্দরে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের বলেছিলেন, তাদের দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে সেখানকার পরিস্থিতি এখনো ঘোলাটে বলে তিনি এ নিয়ে কিছু বলতে চাননি।
কাবুলে আটকা পড়া ১৫ বাংলাদেশির একজন রাজীব বিন ইসলাম মুঠোফোনে বলেন, ‘বুধবার বেলা দুইটা থেকে বিমানবন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছি। এখনো আমরা বিমানবন্দরের গেটের বাইরে আছি। বাংলাদেশিরা সবাই সুস্থ আছে। তবে পরিস্থিতি ভীতিকর।’ 

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *