ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: লটারি জিতে রাতারাতি এক অটোচালক হয়ে গেলেন কোটিপতি! দিন দশেক আগে লটারির টিকিট কেটেছিলেন তিনি। সোমবার তার ফল প্রকাশিত হয়। ফল দেখতে গিয়ে অটোচালক জানতে পারেন, তিনিই প্রথম পুরস্কার পেয়েছেন। আর সেই পুরস্কারের আর্থিক মূল্য ১২ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৮৮ লাখ টাকারও বেশি।

ঘটনাটি ভারতের। দেশটির কেরালার মারাডুর বাসিন্দা ওই অটোচালক। তার নাম জয়পালান পি আর।

রাতারাতি বড়লোক হওয়া জয়পালানের কাছে জানতে চাওয়া হয়েছিল, কী করে নম্বর বেছে নিয়েছিলেন বা নম্বর বেছে নেওয়ার ক্ষেত্রে কারও পরামর্শ নিয়েছিলেন কি না।

জবাবে সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, “লটারির নম্বর ছিল টিই৬৪৫৪৬৫। সংখ্যাটি দেখে আমার ভাল লেগেছিল বলেই ওই টিকিটটি কেটেছিলাম। এ ব্যাপারে কারও পরামর্শ নিইনি।”

ত্রিপুনীথুরা থেকে গত ১০ সেপ্টেম্বর ওনাম বাম্পার লটারির টিকিটটি কেটেছিলেন জয়পালান। রবিবার তিরুঅনন্তপুরমের গোর্কি ভবনে লটারি খেলা হয়। কেরালার অর্থমন্ত্রী কে এন বালগোপাল অনুষ্ঠানটির উদ্বোধন করেছিলেন। কেরালাজুড়ে বিক্রি হওয়া ৫৪ লাখ টিকিটের মধ্যে বেছে নেওয়া হয় প্রথম পুরস্কার বিজেতাকে। জয়ী জয়পালন অবশ্য ১৩ কোটি টাকা জিতলেও হাতে পাবেন ৮ কোটি টাকা।

আরো পড়ুন:

করোনার সঙ্গে বেঁচে থাকার কৌশল আয়ত্ত করছে সিঙ্গাপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *