বিশ্বকাপের চতুর্থ ম্যাচে মঙ্গলবার রাতে নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। সবশেষ ২০০৯ সালে সেমিফাইনাল ও ফাইনাল খেলেছিল তারা। এরপর আর শেষ চারে উঠতে পারেনি।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নামিবিয়াকে ১৯০ রানের বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে বিশ্বকাপে নবাগত দেশটিও ছেড়ে কথা বলেনি। তাদের মাত্র ৫জন ব্যাটসম্যানকে আউট করতে পেরেছে পাকিস্তানের বোলাররা। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে তারা থেমেছে ১৪৪ রানে।
ম্যাচে হেরে যাচ্ছে যেনেও বুক চিতিয়ে লড়াই করেছে নামিবিয়া। ডেভিড ওয়াইজ ৩১ বলে অপরাজিত ছিলেন ৪৩ রান করে। ২টি ছক্কার মার মেরেছেন তিনি। বাউন্ডারি মেরেছেন ৩টি।
ক্রেইগ উইলিয়ামস খেলেন ৩৭ বলে ৪০ রানের ইনিংস। ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার ছিল তার ব্যাটে। এছাড়া ওপেনার স্টিফেন বার্ড খেলেছেন ২৯ বলে ২৯ রানের ইনিংস। ১টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার ছিল তার ব্যাটে। ১৫ রান করেন অধিনায়ক গেরহার্ড ইরাসমাস।
তার আগে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা দুর্দান্ত হয় রিজওয়ান ও বাবরের ব্যাটে। উদ্বোধনী জুটিতে তারা দুজন ১১৩ রান তোলেন। এই রানে ৪৯ বলে ৭টি চারে ৭০ রান করে আউট হন বাবর। ফ্রাইলিঙ্কের হাতে ক্যাচ বানিয়ে তাকে ফেরান উইজ। ১৪.২ ওভারে ১২২ রানের মাথায় ফখর জামানকে আউট করেন ফ্রাইলিঙ্ক। ৫ বলে ৩ রান করেন তিনি।
এরপর রিজওয়ান ও মোহাম্মদ হাফিজকে আর আউট করতে পারেননি নামিবিয়ার বোলাররা। ৫০ বলে ৮টি চার ও ৪ ছক্কায় রিজওয়ানের অপরাজিত ৭৯ ও ১৬ বলে ৫ চারে হাফিজের করা অপরাজিত ৩২ রানের ইনিংসে ভর করে পাকিস্তান ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করে।
ইনিংসে শুরুতে নেমে শেষ পর্যন্ত ব্যাট করে ৭৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন মোহাম্মদ রিজওয়ান।