স্বাস্থ্য

১১৬ বছর বয়সে করোনা জয় করলেন তুর্কি নারী

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: বয়স্ক নারী হিসেবে করোনা জয়ের রেকর্ড গড়েছেন তুরস্কের আয়সে কারাতায়ে।  ১১৬ বছর বয়সি এ নারী প্রণঘাতী এ ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে ইব্রহিম কারাতায়ে। স্থানীয় সংবাদমাধ্যমকে শনিবার মায়ের সুস্থতার কথা জানিয়েছেন ইব্রাহিম।

ইব্রহিম কারাতায়ে জানান, তিন সপ্তাহ ধরে তার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এখন তিনি বেশ সুস্থ আছেন। করোনাও নেগেটিভ।

এর আগে গত ফেব্রুয়ারিতে ১১৭ বছর বয়সি ফরাসি নান সিস্টার এন্ড্রি করোনা জয় করেছিলেন। এ হিসেবে তুর্কি এ বৃদ্ধা করোনাজয়ী বিশ্বের দ্বিতীয় বয়স্ক নারী।

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর আফিয়নকারাহিসারের এমিরদাগ এলাকার বাসিন্দা আয়সে কারাতায়ে গত মাসে করোনায় আক্রান্ত হয়ে এসকিসেহির সিটি হাসপাতালে ভর্তি হন।

ইরাব্রহিম জানান, আক্রান্ত হওয়ার আগে তার মা চীনের সিনোভ্যাক টিকার প্রথম ডোজটি নিয়েছিলেন। আয়সে কারাতায়ের জন্ম অটোমান যুগে।

আরো পড়ুন:

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পুয়ের্তো রিকোর মার্কেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *