নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: মাত্র ১০ সেকেন্ডে এক হাঁড়ি দই শেষ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার। রাষ্ট্রদূত নিজেই হাড়িভর্তি দইয়ের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘ঢাকায় মোটা হওয়া থেকে বাঁচার কোনও সুযোগ নেই। জীবনে প্রথমবারের মতো কেউ মিষ্টি দই খাওয়ালো। কি যে সুস্বাদু !!’
এর কিছুক্ষণ পরই দইশূন্য খালি হাঁড়ির আরেকটি ছবি পোস্ট করেন তিনি।
ওই পোস্টে রাষ্ট্রদূত লেখেন, ‘১০ সেকেন্ড পরে’
এর আগে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি খেয়ে মুগ্ধ হয়েছিলেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। বাকরখানি খাওয়ার ছবিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।
ওদিকে, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকার মিষ্টি দই খেয়ে মুগ্ধ হয়েছেন। মাত্র মাসখানেক হয়েছে রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকায় এসেছেন। এরই মাঝে কেউ তাকে মিষ্টি দই খাইয়ে মন জয় করে নিয়েছেন।
আরও দেখুন: