মাতৃভূমি

১০ দিন বিরতির পর শুরু বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: টানা দশদিন বিরতির পর শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের মুলতুবি বৈঠক। আজ সোমবার বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

করোনার ঊর্দ্বমুখী সংক্রমণের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে গত ২ জুন বাজেট অধিবেশন শুরু হয়। পরদিন ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দুদিন বিরত পরে ৬ জুন থেকে বাজেট প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। ৭ জুন সম্পূরক বাজেট পাসের পর ১৪ জুন পর্যন্ত মুলতবি রাখা হয় সংসদ। ১৪ থেকে ১৭ জুন পর্যন্ত সংসদে সাধারণ আলোচনা হয়। এরপর টানা ১০ দিনের জন্য বৈঠক মুলতুবি করা হয়।

সোমবার সংসদের বৈঠকে তিনটি খসড়া আইন উত্থাপনসহ প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা হবে। ২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন নির্দিষ্টকরণ বিল পাসের মধ্যে দিয়ে বাজেট পাসের প্রক্রিয়া শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *