মাতৃভূমি

১০ কোটি করোনা টিকাদানের মাইলফলকে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: মহামারি করোনাভাইরাস মোকাবিলায় গত ফেব্রুয়ারিতে টিকাদান কার্যক্রম শুরু করে বাংলাদেশ। এরই মধ্যে ১০০ মিলিয়নের (১০ কোটি) বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সেবা অধিদপ্তরের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ১ ডিসেম্বর পর্যন্ত মোট ১০ কোটি ২ হাজার ১২৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে চীনের টিকার ডোজ ৭ কোটি ৩১ লাখ ৭২ হাজার ৩৬০টি।

স্বাস্থ্য সেবা অধিদপ্তর জানিয়েছে, দুই ডোজ করে টিকা নিয়েছেন ৩ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন এবং এক ডোজ করে নিয়েছেন ৬ কোটি ২৭ লাখ ৩৩ হাজার ৭৩৯জন।

আরো পড়ুন:

সব দেশকে প্রস্তুত থাকতে বললো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *