বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক, ধূমকেতু বাংলা: বর্তমান সময়ে যোগাযোগের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। অক্টোবর ২০২১ এর হিসাব অনুযায়ী এর ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও অধিক। তাই ব্যবহারকারীর কথা মাথায় রেখে এবার হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ফিচার।
সংযোজিত নতুন ফিচারের মাধ্যমে ভুল করে দেওয়া হোয়াটসঅ্যাপ পোস্ট মুছে ফেলা যাবে নিমিষেই। আনডু স্ট্যাটাস আপডেটের মাধ্যমে করা যাবে এই কাজটি। নতুন এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইউজাররা আনডু অপশনের সুবিধা পাবে।
হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার আনডু স্ট্যাটাস আপডেট আইওএস বেটা অ্যাপে পরীক্ষামূলকভাবে চালু করা হলেও নন বেটা ইউজারদের জন্য এখনো সেটি চালু করা হয়নি।
আরো পড়ুন:
আদর্শগত দিক থেকে ‘ফ্রি ইন্টারনেট’ ভালো: সুন্দর পিচাই