হোয়াটসঅ্যাপে নতুন প্রাইভেসি ফিচার এলো। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী তাদের লাস্ট সিসের সময় কিছু নির্দিষ্ট মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে পারেন।
এর আগে হোয়াটসঅ্যাপ শুধুমাত্র তিনটি অপশন দিত। সেগুলো হল- লাস্ট সিনটি সবাই দেখতে পারবে, শুধুমাত্র কন্টাক্ট লিস্টে যারা আছে তারা দেখতে পারবেন অথবা কেউই দেখতে পারবেন না।
লাস্ট সিন ছাড়াও প্রোফাইল ফটো এবং এবাউট সেকশনের ক্ষেত্রেও এই তিনটি অপশন দিত হোয়াটসঅ্যাপ। সুতরাং কিছু নির্দিষ্ট মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে পারার এই নতুন ফিচারটি এই সব ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।
মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটি এই নতুন ফিচার যুক্ত বিটা ভার্সন পরীক্ষার জন্য বাজারে নিয়ে এসেছে। এই নতুন প্রাইভেসি অপশনটি বাজারে আসবে এই খবর প্রথম পাওয়া যায় ২০২১ এর সেপ্টেম্বর মাসে।
হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে অ্যানড্রয়েড বিটা অ্যাপটি বাজারে নিয়ে এসেছে যাতে গ্রাহকরা এর ব্যবহার করতে পারে। আনুষ্ঠানিকভাবে বাজারে আসার আগেই কিছু গ্রাহককে এর পরীক্ষা করার সুযোগ দিচ্ছে তারা।