বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: মেহের আফরোজ শাওনের গাওয়া ‘যদি মন কাঁদে’ গানটি প্রকাশের পর শ্রোতার মাঝে দারুণ সাড়া ফেলেছিল। এখনও অনেকের মুখে ফেরে এই গান। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ লেখা এই গানের সিক্যুয়াল (দ্বিতীয় অধ্যায়) প্রকাশ করা হচ্ছে এবার। তবে হুমায়ূন আহমেদ নন, সিক্যুয়াল হিসেবে তৈরি করা গানের কথা লিখেছেন লন্ডন প্রবাসী অধ্যাপক মোহাম্মদ ফজল।
‘একটু পরে নামিবে আঁধার, বেলাও ফুরিয়ে যাবে/ সত্যি কি তুমি আমার নৃত্যের সাথী হবে’- এমন কথায় সাজানো গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এসআই টুটুল। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন খায়ের খন্দকার।
সম্প্রতি নুহাশ পল্লীতে গানের ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে লেজার ভিশন থেকে আজ গানটি প্রকাশ করা হচ্ছে।
এ আয়োজন নিয়ে শিল্পী মেহের আফরোজ শাওন বলেন, ‘যদি মন কাঁদে’ আমার শিল্পীজীবনের অন্যতম একটি গান। যার সুবাদে অগণিত শ্রোতার ভালোবাসা পেয়েছি। অনেকে স্মৃতিও আছে এই গান নিয়ে। তাই নিজের ভালো লাগা আর কাছের কিছু মানুষের অনুরোধে এর সিক্যুয়াল তৈরি হয়েছে। আশা করছি, গানটি অনেকের ভালো লাগবে।
আরো পড়ুন: