কৃষি-মৎস্য

হিলিতে ২১ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আগে নেওয়া অনুমতিপত্রের (আইপি) মাধ্যমে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমায় দামও কমছে। বর্তমানে হিলিতে ২১ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, বন্দরে তিন দিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে তিন টাকা। বন্দরে ইন্দোর জাতের পুরনো পেঁয়াজ তিন দিন আগে ২৪ টাকা কেজি দরে বিক্রি হয়। বর্তমানে তা কেজি প্রতি ২১ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া নতুন ইন্দোর জাতের পেঁয়াজ ২৩ টাকা এবং নাসিক জাতের পেঁয়াজ ২৭ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বন্দরের পেঁয়াজ ব্যবসায়ী শেরেগুল ইসলাম বলেন, ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করায় দেশের বাজারে দাম কমছে। কিন্তু ভারতীয় পেঁয়াজের চাহিদা কমার পরও বন্দর দিয়ে আমদানি অব্যাহত থাকায় দাম কমতির দিকে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানির পরিমাণ ওঠানামা করছে। বুধবার (২৯ ডিসেম্বর) বন্দর দিয়ে নয়টি ট্রাকে ২৪৬ টন আমদানি হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) বন্ধ করে দেয় সরকার। দেশের কৃষকদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত ও চাষে উদ্বুদ্ধ করতে ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানি বন্ধ করা হয়। তবে আগের অনুমোদনপ্রাপ্ত এলসির বিপরীতে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে। হিলি স্থলবন্দরের বিভিন্ন আমদানিকারকের প্রায় ৫০ হাজার টনের মতো পেঁয়াজের আইপি নেওয়া আছে।

আরো পড়ুন:

৭ জানুয়ারির মধ্যে ধান-চালের অবৈধ মজুতের তথ্য দেয়ার নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *