অর্থনীতিসর্বশেষ

হিলিতে কমেছে চালের দামআরো কমার আশা

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত চাল বন্দর থেকে খালাসের ৩ দিন পর পাইকারী ও খুচরা পর্যায়ে কেজিতে ২ থেকে ৪ টাকা কমেছে দাম। গত মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে হিলি কাস্টমসে চালের বিলঅবএন্ট্রি সাবমিটের পর পরিক্ষণ শুল্কায়ন শেষে চাল খালাস কার্যক্রম শুরু হয়।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, স্বর্ণা চাল দুই টাকা কমে ৫০ টাকা, ২৮ জাতের চাল দুই টাকা কমে ৫৬ টাকা এবং মিনিকেট চাল চার টাকা কমে ৬৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে চাল কিতে আসা আব্দুর রহমান জানান, স্বর্ণা-৫ জাতের চলের দাম আগে ছিল ৫২ টাকা।

আজ তা ৪৮ টাকা দরে ১০ কেজি চাল কিনলাম।

এদিকে হিলি বাজারের চাল বিক্রেতা বাবুল হোসেন বলেন, চাল আমদানিতে শুল্ক কম এবং ওএমএসের চাল বিক্রির ফলে হিলি বাজারে কমতে শুরু করেছে চালের দাম। প্রকারভেদে কেজিতে দুই থেকে চার টাকা দাম কমেছে। ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকলে আরো দাম কমতে পারে বলেও জানান তিনি।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা জানান, চাল আমদানিতে শুল্ক কমানোর পর হিলি বন্দরে ৩০ আগস্ট থেকে চাল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট থেকে শনিবার পর্যন্ত ১৩৭টি ভারতীয় ট্রাক থেকে প্রায় সাড়ে ৫ হাজার মেট্রিকটন চাল ছাড়করণ করা হয়েছে। এ ছাড়াও প্রায় ১৩৯টি ট্রাকে আনুমানিক সাড়ে ৫ হাজার মেট্রিকটন চল খালাসের অপেক্ষায় রয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, আমরা চাল আমদানি অব্যাহত রেখেছি। পর্যাপ্ত চাল আমদানি হবে। আশা করছি, আরো দাম কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *