স্বাস্থ্য

হাসপাতাল থেকে পালানো ভারত-ফেরত সেই করোনা রোগীদের আটক করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ভারত ফেরত ৭জনসহ ১০ জন করোনা রোগীকে আটক করা হয়েছে। তাদেরকে যশোরে নিয়ে আসা হচ্ছে। আজ সোমবার (২৬ এপ্রিল) বিকালে তাদের আটক করে পুলিশ।

“তাদের পালিয়ে যাওয়ার পর দেশজুড়ে ভারতের নতুন করোনা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়। চিকিৎসকরা বলেছিলেন, ভারত সফর করে আসা করোনা ভাইরাসে আক্রান্ত রোগী যদি কোনো পরিবারে থাকে তার মাধ্যমে প্রথমে তার পরিবার এবং আশপাশের লোকজনও আক্রান্ত হতে পারেন।”

এসব রোগীরা শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে রোববার (২৫ এপ্রিল) দুপুরের মধ্যে হাসপাতাল থেকে পালিয়ে যান।

আরোও পড়ুন: করোনার প্রথম ডোজ টিকা আপাতত বন্ধ থাকবে

এরপর অভিযোগ উঠে, “হাসপাতালের নার্স ও কর্মচারীদের অবহেলার কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।”

“তবে হাসপাতালের তত্ত্বাবধায়কের দাবি ছিল, মাত্র দু’জন রোগী পালিয়েছিলেন।”

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার তারক চন্দ্র বিশ্বাস বলেন, “গত শনিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা ৫৭ মিনিটে ভারত ফেরত কিছু রোগী ভর্তি করা হয়। এরপর রোববারও রোগী আসেন। সব মিলিয়ে দুইদিনে দশজন করোনা রোগী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সবাইকে হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে পাঠানো হয়।”

হাসপাতালের ভর্তি রেজিস্টার মতে, “ভর্তি রোগীরা যশোর, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা এবং খুলনা জেলার পাইকগাছা ও রুপসা এলাকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *