নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বিশ্বের নিষিক্ত ডিমের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর একটি ১৫ কেজি ওজনের মা কাতল মাছ উদ্ধার করেছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার মেখল ইউনিয়নের মোজাফফরপুর এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়। শুক্রবার (১৬ জুলাই) মাছটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে হস্তান্তর করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, ‘একদল অসাধু চক্র মা মাছটি বঁড়শি দিয়ে শিকার করে। মাছটি বিক্রি করার চেষ্টা করছে বলে আমরা খবর পাই। সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হলে মাছটি ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাছটি উদ্ধার করা হয়। শুক্রবার সকালে সেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গবেষণা কেন্দ্রে হস্তান্তর করা হয়।’
হালদা বিশেষজ্ঞ ও চবির প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘মা মাছটির ওজন ১৫ কেজি। দৈর্ঘ্য ৪০ ইঞ্চি ও উচ্চতা ১৩ ইঞ্চি। মাছটির বয়স ছয় বছরের বেশি হবে। বর্তমানে মাছটি চবির হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে সংরক্ষণ করা হয়েছে।’