ধূমকেতু ডেস্কঃ কর্মব্যস্ত জীবনে ক্লান্ত শরীরকে কিছুক্ষণের মধ্যে চাঙ্গা করতে ম্যাসাজের জুড়ি নেই। সময় পেলেই মানুষ ছুটে যায় স্প্যাতে। কিন্তু তাই বলে হাতি দিয়ে ম্যাসাজ! সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী উপুড় হয়ে শুয়ে আছেন, পাশেই দাঁড়িয়ে থাকা একটি হাতি শুঁড় দিয়ে ওই তাকে ম্যাসাজ করে দিচ্ছে। কখনও হাতিটা পায়ের থাবা দিয়ে আবার কখনও শুঁড় দিয়ে ওই নারীকে ম্যাসাজ করে দিচ্ছে। ভিডিওটি দেখে অনেকেই আঁতকে উঠেছেন, আবার কেউ কেউ ভিডিও দেখে মজাও পেয়েছেন।
ভিডিওটি গত ১৬ জানুয়ারি প্রকাশিত হওয়ার পর রীতিমতো ভাইরাল হয়েছে। উল্লেখ্য, হাতির শুঁড় দিয়ে ম্যাসাজ করানো থাইল্যান্ডের বেশ পুরানো প্রথা। সেখানে পর্যটকদের ম্যাসাজ করার জন্য প্রশিক্ষিত হাতি ব্যবহার করা হয়।
ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন:
Massage by elephant. 😂😂🤗🤣 pic.twitter.com/QZiIXIulkx
— F.K (@satami2020soren) January 16, 2021