মোঃ জসীম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ধূমকেতু ডটকম: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হাট-বাজারে মিলছে নানা প্রজাতির দেশি মাছ। সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা এ মাছের মধ্যে রয়েছে কই, মাগুর, শিং, টেংরা, পুঁটি, মলা, শোল, বোয়াল, ভ্যাদা, বাইম, চিংড়ি, টাকি, চাপিলা, আইড়, পাবদা, চান্দা, বাইম। খাল-বিল-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ধরা পড়ছে এসব মাছ। বাজারে দেশি মাছের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কম। ফলে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতার মধ্যে।
অন্যদিকে প্রচুর দেশি মাছ পাওয়ায় মৎসজীবীরাও খুশি। জানা যায়, চলতি মৌসুমে আখাউড়ায় প্রচুর বৃষ্টি হয়েছে। এতে খাল-বিল-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় মাছ পাওয়া যাচ্ছে বেশি। জেলেসহ অন্য লোকজন মাছ শিকারে এখন ব্যস্ত সময় পার করছেন। তারা টেঁটা, জাল, বেড়জাল, চাঁই, খরাসহ বিভিন্ন উপকরণ দিয়ে মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রি করছেন।
কয়েকজন মৎস্যজীবী জানান, প্রতিদিন সকাল-বিকাল তারা জাল দিয়ে মাছ ধরছেন।
জালে প্রচুর মাছ উঠছে। নিজেদের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে ভালো টাকা আয় হচ্ছে। পৌর শহরের দেবগ্রাম এলাকার ক্রেতা মহসিন মিয়া বলেন, কয়েক দিন ধরে দেশি মাছ বাজারে প্রচুর দেখা যাচ্ছে। অন্য সময়ের তুলনায় দামও কম। রিকশাচালক কামাল বলেন, অন্য সময় দাম নাগালের বাইরে থাকায় দেশি মাছ কেনা সম্ভব হতো না। এখন বাজারে প্রচুর মাছ ওঠায় আমাদের মতো লোকজনও কিনতে পারছেন। আখাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালাম বলেন, পানি দীর্ঘস্থায়ী হওয়ায় মাছের প্রজনন স্বাভাবিক ছিল। পাশাপাশি দেশি মাছ সংরক্ষণ ও প্রজননের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ায় দেশি মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে।