খেলাধুলার জগৎ থেকে শখের বশে বিজ্ঞাপন করেছেন বা পা রেখেছেন মডেলিংয়ে, এমন খেলোয়াড়ের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু মারিয়া শারাপোভা এদিক দিয়ে একটু আলাদা। টেনিসের জগতে একসময় রাজত্ব করা শারাপোভা খেলাধুলা ছেড়ে এখন রীতিমতো পেশাদার মডেল। টেনিস থেকে মডেলিংয়ে রাজত্ব করা পাঁচবার গ্র্যান্ড স্ল্যামজয়ী মারিয়া শারাপোভার লাইফস্টাইল দেখে নেওয়া যাক।
৩৪ বছর বয়সী মারিয়া শারাপোভার জন্ম রাশিয়ার নিয়ান শহরে। মায়ের গর্ভে থাকার সময়েই চেরনোবিল নিউক্লিয়ার দুর্ঘটনার শিকার হয় রাশিয়া। ‘ব্লাস্ট রেঞ্জে’র মধ্যে বাড়ি থাকায় স্ত্রীকে নিয়ে নিজেদের পৈতৃক ভিটা ছেড়ে চলে যান ইউরি শারাপোভ
মাত্র ছয় বছর বয়সে প্রথম টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভার নজরে পড়েন মারিয়া। মারিয়াকে ফ্লোরিডা নিয়ে যেতে পরামর্শ দেন নাভ্রাতিলোভা। সেখানের টেনিস একাডেমিতে ভর্তি করতে পারলে তার প্রতিভার সঠিক বিকাশ হবে