বিনোদন প্রতিবেদক, ধূমকেতু ডটকম: মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তানজিয়া জামান মিথিলা। চ্যাম্পিয়ন হয়ে যেমন আলোচিত হয়েছেন তেমনি নিজে হয়েছেন আশাবাদীও। দেশের প্রতিনিধি হয়ে যাচ্ছেন আমেরিকায় আয়োজিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত আসরে। বাংলাদেশের আসরে চ্যাম্পিয়ন হয়ে নিজের অনুভূতি জানানোর পাশাপাশি জবাব দিয়েছেন তাকে নিয়ে নানা আলোচনার।
শুরুতেই বললেন মিস ইউনিভার্স বাংলাদেশ হওয়ার অনূভূতি।
‘আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি চ্যাম্পিয়ন হয়েছি। এটা আসলে অন্যরকম অনুভূতি। এটা আমার জন্য খুব গর্বের। একজন বলিউড তারকা এসে আমাকে মুকুট পড়িয়েছেন। সবাই খুব প্রশংসা করেছেন। স্বপ্নের মতো মনে হয়েছে সবকিছু।’
জানতে চাই চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আগে থেকে কতটা আত্মবিশ্বাসী ছিলেন তিনি? মিথিলা বলেন, ‘আমি সাত বছর ধরে মিডিয়াতে কাজ করি। র্যাম্পে কাজ করেছি। আমাকে সবাই চেনেন। আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি, হাঁটতে পারি, স্যোশাল মিডিয়ায় কিভাবে পোস্ট দিতে হয় সেটা জানি। আমি ইতিমধ্যে জনপ্রিয়। তাছাড়া বলিউডে রোহিঙ্গা নামে একটা ছবিতে অভিনয় করেছি। তাই আবেদন করার শুরুতে একটা আত্মবিশ্বাস ছিলই। মূল কথা, একটা প্রতিযোগিতায় যাওয়ার আগে একজন প্রতিযোগীর যা যা দরকার সবই ছিল। পাশাপাশি একটা ঝুঁকিও ছিল। আমি যদি বিজয়ী না হই তাহলে সেটা আমার ক্যারিয়ারের জন্য একপ্রকার নেতিবাচক ইমেজ নিয়ে আসবে।’
তবে মিস ইউনিভার্স মিথিলার চ্যাম্পিয়ন হওয়া নিয়ে এরইমধ্যে বির্তক তৈরি হয়েছে। বয়স কমিয়ে অংশ নেওয়া থেকে শুরু স্পন্সর প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে আগে থেকেই সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন অনেকে। এসব নিয়ে সরাসরি কথা বলেন মিথিলা।
তিনি জানান, ১৫ মে তে আমেরিকায় বসছে মিস ইউনিভার্সের চূড়ান্ত আসর। আগে থেকে প্রস্তুতি নেয়ার জন্য তিনি যাবেন সাত দিন আগেই। সেখানে বিশ্বের প্রায় ৯০ টি দেশের সুন্দরীরা লড়বেন সেরা হওয়ার লড়াইয়ে। বাংলাদেশ থেকে অংশ নেবেন মিথিলা। এই প্রতিযোগিতার জন্য তিনি নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করবেন বলে জানান। তিনি বলেন, ‘আমি আসলে ওখানে বিজয়ী হওয়ার জন্যই যাবো। এটা আমার জন্য অনেক বড় দায়িত্ব। এখন মনে হচ্ছে, আমি একজন পাবলিক ফিগার’।
মিথিলা গত বছর অভিনয় করেছিলেন বলিউডের ‘রোহিঙ্গা’ নামের একটা মুভিতে। খুব দ্রুতই এটি নেটফ্লিক্সে ও আই মুভিতে দেখা যাবে বলে জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের দুটি মুভিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সম্প্রতি।
তবে এসব ছাপিয়ে মিথিলা স্বপ্ন দেখেন হলিউডে কাজ করার। তিনি বলেন, ‘আমি আসলে হলিউডে কাজ করতে চাই। বাংলাদেশের একটা মেয়ে হলিউডে কাজ করছে এটা ভাবতেই ভালো লাগে। আমি ধীরে ধীরে সেই স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছি।’