নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার লক্ষ্যে লাইসেন্সধারীদের অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার অস্ত্র আইনের ক্ষমতাবলে এক গণবিজ্ঞপ্তিতে ১৩ দিনের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
নিষেধাজ্ঞা জারি করেন হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইশরাত জাহান।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ জানুয়ারি মাধবপুরে ১১টি ও চুনারুঘাট উপজেলার ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে ভোটের পূর্বে ৭ দিন ও ভোটের পর ৫ দিন লাইসেন্সধারীদের অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হল।
অর্থাৎ ৩১ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সধারীরা অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শন করতে পারবেন না।
আরো পড়ুন: