নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: পোলট্রি ও গবাদি পশুর খাবার তৈরির অন্যতম উপকরণ সয়াবিন মিল রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, সয়াবিন মিলের রপ্তানি অব্যাহত থাকলে এর প্রভাবে দেশের ডেইরি ও পোলট্রি খাদ্য উৎপাদন বাধাগ্রস্ত হতে পারে। এতে, পোলট্রি-ডেইরি খাদ্যের মূল্যও বেড়ে যাবে।
এ অবস্থায় আগামী ১৪ অক্টোবর থেকে সয়াবিন মিল রপ্তানি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
তবে, ১৩ অক্টোবর পর্যন্ত রপ্তানির জন্য যে সব এলসি বা টিটি সম্পন্ন হবে, সেগুলো ২০ অক্টোবর পর্যন্ত রপ্তানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আরো পড়ুন: