স্মার্টফোন গরম হলে যা করবেন
আসুন তবে আজ জেনে নেই স্মার্টফোন গরম হলে যা করবেন। ভিডিও দেখার সময় স্মার্টফোনের স্ক্রিন সব সময় চালু থাকে। এসময় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ও গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) একটানা কাজ করতে থাকে।
এতে স্মার্টফোন গরম হয়ে যায়। মোবাইল ডেটা কাজে লাগিয়ে অনলাইনে ভিডিও দেখার সময় স্মার্টফোন বেশি গরম হয়। কারণ, এ সময় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে স্মার্টফোনের সিগন্যাল রিসিপশন ও ট্রান্সমিশন পাওয়ার বেশি ব্যবহার হয়। এর ফলে ব্যাটারি তুলনামূলক বেশি খরচ হওয়ায় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়। পাশাপাশি স্ক্রিনের উজ্জ্বলতা বেশি থাকলে বা বেশি সময় গেম খেললেও স্মার্টফোন গরম হয়।
স্মার্টফোন ঠান্ডা করবেন যেভাবে
খুব বেশি গরম হলে স্মার্টফোন হ্যাং হয়ে যায়। তবে নিচের নিয়মগুলো মেনে চললে স্মার্টফোন দ্রুত ঠান্ডা করা সম্ভব।
* অনেকেই স্মার্টফোনের সুরক্ষায় অতিরিক্ত কেস বা কভার ব্যবহার করেন। স্মার্টফোন ঠান্ডা করার জন্য দ্রুত এগুলো খুলে ফেলুন।
* সেটিংস অপশনে প্রবেশ করে এয়ারপ্লেন বা ফ্লাইটমোড চালু করে স্মার্টফোনের সঙ্গে অন্য সব ধরনের যন্ত্রের সংযোগ নিষ্ক্রিয় করুন।
* ডিসপ্লের উজ্জ্বলতা কমানোর পাশাপাশি ব্যাটারি সেভার মোড চালু করুন।
* জাংক ফাইল মুছে ফেলার পাশাপাশি প্রয়োজন ছাড়া ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস বন্ধ রাখুন।
* স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চলা সব অ্যাপস বন্ধ করুন।