স্মার্টফোনের দুনিয়ায় শীর্ষস্থানে রিয়েলমি
২০১৮ সালের মে মাসে ট্রেন্ডি ডিজাইনের ডিভাইস সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা করে রিয়েলমি এবং এখন স্মার্টফোনের দুনিয়ায় শীর্ষস্থানে রিয়েলমি। বিভিন্ন ডিভাইসে অ্যাডভান্সড প্রযুক্তি সরবরাহ ও স্টাইলের কারণে খুব অল্প সময়ে বৈশ্বিক বাজারে দারুণ সাড়া ফেলে এ ডিভাইস ব্র্যান্ড।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বাজারে প্রবেশ করে রিয়েলমি। নান্দনিক ডিজাইন ও সাশ্রয়ী দামে হাইএন্ড ডিভাইসের কারণে খুব অল্প সময়ে বাংলাদেশের বাজারেও দারুণ সাড়া ফেলে ডিভাইস ব্র্যান্ডটি।
এরই ধারাবাহিকতায় গত বছরের দ্বিতীয় ও চতুর্থ প্রান্তিকে বাংলাদেশে শীর্ষ স্মার্ট ফোন নির্মাতার অবস্থানে উঠে এসেছে।
শীর্ষ স্থানীয় গ্লোবাল টেকনোলজি মার্কেট অ্যানালিস্ট ফার্ম ক্যানালিস দ্বারা প্রকাশিত সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে শিপমেন্টের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারে স্মার্টফোন নির্মাতা হিসেবে শীর্ষস্থান দখল করেছে রিয়েলমি।
২০ শতাংশ ইউনিট শেয়ার ও ৫০ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে চতুর্থ প্রান্তিকে ১ নম্বর স্থানে উঠে এসেছে জনপ্রিয় এই ব্র্যান্ডটি।