শিল্প ও বাণিজ্য

স্বাস্থ্য অধিদপ্তরকে অক্সিজেন সরঞ্জাম দিলো ইউনিলিভার

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরকে অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড- ইউবিএল। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের কাছে ১৪ জুলাই এসব কনসেনট্রেটর হস্তান্তর করেন বহুজাতিক কোম্পানিটির করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান শামীমা আক্তার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউবিএল জানিয়েছে, কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে কোম্পানির দায়বদ্ধতার অংশ হিসেবে এই অনুদান দেওয়া হচ্ছে।

এছাড়া কোভিড-১৯ প্রতিরোধ সংশ্লিষ্ট পণ্য বিতরণ, সামাজিক সচেতনতা তৈরি, স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নে সাহায্য এবং কর্মীদের জীবন-জীবিকার সুরক্ষায় কাজ করবে কোম্পানিটি।

সরঞ্জাম হ্স্তান্তরের সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো.ফরিদ হোসেন মিঞা, ইউবিএলের পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশন্স ম্যানেজার গাজী তৌহিদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *