প্রচ্ছদ

স্বাশিপের সভাপতি মান্নান সাধারণ সম্পাদক সাজু

স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) জাতীয় কার্যকরী সংসদের দ্বিতীয় জাতীয় বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান সাজু পুনর্নির্বাচিত হয়েছেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, শোকপ্রস্তাব পাঠ করেন দফতর সম্পাদক নারায়ণ চন্দ্র দাস এবং আয়-ব্যয়ের বিবরণী পেশ করেন কোষাধ্যক্ষ অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম।
পরে বক্তব্য দেন- অধ্যাপক ড. এম নুরুল ইসলাম, মনিরুজ্জামান, অধ্যক্ষ এস এম একরামুল হক, সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ মোশারফ হোসেন মুকুল, উপাধ্যক্ষ সাইফুদ্দিন শাহীন, অধ্যক্ষ রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মঈনুল হোসেন, মোজাম্মেল হক, অধ্যক্ষ জুলফিকার আলী, অধ্যক্ষ মামুনুর রশিদ, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম প্রমুখ।
বিশেষ কাউন্সিলে জাতীয় কার্যকরী সংসদের নেতারা ছাড়াও বিভিন্ন জেলার স্বাশিপের সাংগঠনিক সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
স্বাশিপের কাউন্সিল অধিবেশনে বক্তারা, স্বাধীনতা ও দেশবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকারের উদ্যোগকে স্বাগত জানান।
অধিবেশনের দ্বিতীয় পর্বে পরবর্তী দুই বছরের জন্য নতুন নেতা নির্বাচন করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম এবং নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক সাজিদুল ইসলাম ও অধ্যাপক ড. মুনিরুজ্জামান দায়িত্ব পালন করেন।
উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীকে সভাপতি এবং আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *