মাতৃভূমি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার রাষ্ট্রপতির ভাষণ

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদে আগামী বুধবার (২৪ নভেম্বর) ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ নভেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন, এটা একটা স্পেশাল ভাষণ হচ্ছে। সাধারণত উনি (রাষ্ট্রপতি) কোনো অধিবেশনের শুরুতে ভাষণ দেন। উনি মুজিববর্ষ উপলক্ষে একটা ভাষণ দিয়েছিলেন। এটা হচ্ছে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে, রাষ্ট্রপতি একটা স্পেশাল ভাষণ দেবেন।

ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করে দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২৪ নভেম্বর ভাষণ হবে।

আরো পড়ুন:

শিগগিরই চালু হচ্ছে ঢাকা-শিলিগুড়ি রেল পরিষেবা : শ্রিংলা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *