শিল্প ও বাণিজ্য

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্মারক ক্রেডিট কার্ড চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সীমিত সংস্করণে স্ট্যান্ডার্ড চার্টার্ড প্ল্যাটিনাম স্মারক ক্রেডিট কার্ড চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। সক্রিয় হওয়া প্রতিটি কার্ডের জন্য ব্যাংকটি মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুদান দেবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাজ্যভিত্তিক এই বহুজাতিক ব্যাংকটি জানায়।

এর ফলে কার্ডধারী গ্রাহক মুক্তিযুদ্ধ জাদুঘরের দাতার তালিকায় নাম নিবন্ধনসহ বিশেষ সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

স্বাধীনতার উদযাপন এবং স্বাধীন বাংলাদেশের ৫০ বছরের অর্জনকে স্মরণ করে চালু হলো এই স্মারক ক্রেডিট কার্ড। স্ট্যান্ডার্ড চার্টার্ড সীমিত সংস্করণের ক্রেডিট কার্ড ডিজাইন করতে ঢাকা ইয়েহ্-কে নিযুক্ত করা হয়। শিল্পীর চোখে বাংলাদেশের জাতীয় গর্বের চিত্র রয়েল বেঙ্গল টাইগার এবং এর প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনকে উপস্থাপন করা হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, “স্মারক কার্ডটি অসংখ্য মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক কৃতিত্বের প্রতি আমাদের কৃতজ্ঞতা, সংহতি এবং গর্বের প্রকাশ।

“মুক্তিযুদ্ধ জাদুঘরের সাথে অংশীদার হতে পেরে আমরা কৃতজ্ঞ। এটা এমন একটি সংস্থা যা আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ এবং স্মৃতি সংরক্ষণে এক অপরিহার্য ভূমিকা পালন করছে।”

তিনি আরও বলেন, “কার্ডে চিত্রিত রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের চেতনার প্রতিচ্ছবি, সংকল্পবদ্ধ, স্বতন্ত্র এবং দৃঢ়তার প্রতীক।

ব্যাংকটি জানায়, এই স্মারক ক্রেডিট কার্ড ধারীদের জন্য বিনা খরচে চারজন সঙ্গীসহ যাদুঘরের গ্যালারিগুলি দেখার সুযোগ, অগ্রিম বুকিং সাপেক্ষে ভিজিটের সময় কার্ডহোল্ডার, যাদুঘরের লাইব্রেরি এবং গবেষণা শাখায় প্রবেশের সুযোগসহ আরও বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *