প্রচ্ছদ

স্বর্ণখনিতে ভিমরুলের চাক!

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ইতিহাসে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো ঘিরে থাকা রহস্য মানুষকে আরও কৌতূহলী করেছে। এসব রহস্য ভেদ করার অদম্য প্রচেষ্টাও দেখা যায়। তবে তা যেন শুধু প্রশ্ন হয়েই থেকে যায়। তেমনই একটি হলো ‘হর্নেট বলস’।

সোনার খনি থেকে একসময় উদ্ধার হয় গোলাকৃতির বিশাল দুটি বস্তু। খনিতে কেন ছিল, এদের কাজ কী ছিল- এসব প্রশ্নের কোনো উত্তর এখনও জানা যায়নি। এদের নাম ‘ভিমরুলের চাক’ দেওয়া হলেও বাস্তবে তা ছিল না বলেই বিশেষজ্ঞরা মত দিয়েছেন। খনি অঞ্চল হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া। উনিশ শতকে ভার্জিনিয়ায় একের পর এক স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায়। সেই সময় একটি খনি থেকে বল আকৃতির ওই দুটি বস্তু উদ্ধার করা হয়।

দেখতে বড় আকারের কলসির মতো বল দুটিকে ১৯৯৮ সালে ভার্জিনিয়ার মনরো পার্কের গোল্ড মাইনিং ক্যাম্প জাদুঘরে রাখা হয়। ভেতরে ফাঁকা এবং মুখ লোহার জাল দিয়ে আটকানো বলগুলো তৈরিও হয়েছে লোহার কাঠামোর ওপর। সিমেন্টের আস্তরণ দিয়ে বানানো বল দুটি সাত ফুট উঁচু। এর পরিধি প্রায় ২০ ফুট। একেকটি বলের ওজন ছয় হাজার ৩৫০ কিলোগ্রাম।

ফলে শুধু আকারেই নয়, ওজনেও বল দুটি আক্ষরিক অর্থেই দানবীয়। খনিতে এই বল দুটির খোঁজ মেলার পর থেকেই এগুলোর কাজ নিয়ে নানা মত প্রকাশ্যে এসেছে। অনেকের মতে, খনির আকরিক গুঁড়া করে স্বর্ণ আলাদা করতে কাজে লাগত এগুলো। সূত্র: এভারগ্রিনি।

আরো পড়ুন:

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *