‘স্পাইডার ম্যান – নো ওয়ে হোম’ এর বিশ্ব রেকর্ড
এবার মার্ভেল প্রেজেন্টস স্পাইডার ম্যান ‘নো ওয়ে হোম’ এর বিশ্ব রেকর্ড! এ সময়ের বহুল আলোচিত একটি সিনেমা স্পাইডার ম্যান: নো ওয়ে হোম। ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর প্রচুর আলোচনা শুরু হয়েছে সিনেমাটি নিয়ে।
২০২১ ভারতের সব রেকর্ড ভেঙেছে ‘স্পাইডার ম্যান’। মুক্তির প্রথমদিনে বক্স অফিসে আয় করেছে ৩২ কোটি ৬৭ লাখ রুপি! কিন্তু বিশ্ব রেকর্ড ভাঙছে ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’।
করোনা মহামারির সময়ে প্রথমবারের মত একশ কোটি ডলার আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। সেই সাথে চলতি বছরের ‘হাইয়েস্ট গ্রসিং ফিল্ম’ তকমা পেয়েছে ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’। সপ্তাহ শেষে বিশ্ব বক্স অফিসে ১৫০ কোটি ডলার আয় করেছে এটি।
যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে সনি ও ডিজনি। জানা গিয়েছে, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই এ সিনেমা মুক্তি পাওয়ার দুই সপ্তাহের মধ্যে বক্স অফিসে রেকর্ড করে।
হলিউডের আর কোনো সিনেমা বিশ্বজুড়ে মহামারির এই দুই বছরে বক্স অফিসে এতো আয় করতে পারেনি। এর আগে ২০১৯ সালে ‘স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার’ সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি ডলার।
এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের রিজেন্সি ভিলেজ থিয়েটারে ১৩ ডিসেম্বর সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সেদিন তারকার মেলা বসেছিল লস অ্যাঞ্জেলসে। সিনেমাটির আগের অভিনেতারাও সেদিন উপস্থিত ছিলেন। সব মিলিয়ে ভালোই জমজমাট হয়েছে এখন সিনেমা হলগুলো এই মুভি রিলিজ এর মাধ্যমে।