আন্তর্জাতিকবিনোদনসর্বশেষ

স্পাইডার ম্যান দেখে ভক্তের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড

স্পাইডার ম্যান দেখে ভক্তের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড

স্পাইডার ম্যান দেখে ভক্তের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড যার নাম হচ্ছে রামিরো অ্যালানিস। তুমুল জনপ্রিয় সিনেমা ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ বিশ্বে প্রথম প্রদর্শিত হয় লস এঞ্জেলেসের ফক্স ভিলেজ থিয়েটারে।

২০২১ সালের ১৩ ডিসেম্বর সিনেমাটি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে। চলচ্চিত্রের ইতিহাসে বিশ্বজুড়ে বক্স অফিসে ষষ্ঠ সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে স্পাইডার ম্যান সিরিজের নতুন এ সিনেমাটি।

সিনেমাটি মুক্তির পর ২৯২ বার সিনেমাটি দেখেছেন সেই ভক্ত। ফ্লোরিডার এই বাসিন্দা স্পাইডার ম্যানের একজন একনিষ্ঠ ভক্ত। মজার বিষয় হলো, রামিরো নিজের রেকর্ডই নিজে ভেঙ্গেছেন। তিনি এর আগে প্রেক্ষাগৃহে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ১৯১ বার দেখে রেকর্ড গড়েছিলেন। তারপরে আর্নাড ক্লেইন ২০৭ বার ফরাসি মুভি ‘কামেলট’ দেখে গিনেসে রেকর্ড করেন। আর সেই রেকর্ডই ভেঙ্গে আবারও শীর্ষে আসেন রামিরো।

সারা বিশ্বে অন্যতম প্রিয় সুপারহিরো সিনেমার তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে ‘স্পাইডার ম্যান’। কমিকস হোক কিংবা সিনেমা, স্পাইডার ম্যানের জালে আটকা পড়েনি এমন ফ্যান বিরল। প্রতিবারই এ সুপারহিরোর নতুন সিনেমা ঘিরে আগ্রহ ও উত্তেজনা ওঠে তুঙ্গে। করোনাকালে ঝিমিয়ে পড়া সিনেমা হলগুলোতে প্রাণ ফিরিয়েছিল ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *