ব্যক্তিত্ব

স্নাতক সনদ হাতে পেয়ে উচ্ছ্বসিত মালালা ইউসুফজাই

আন্তর্জাতিক ডেস্ক,সুখুবর বাংলা: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার সনদ হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি বছর দেড়েক আগে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করলেও করোনা মহামারির কারণে সনদ হাতে পাননি। এখন সেই অনুষ্ঠান হয়েছে।

২৪ বছর বয়সী মালালা বিশেষ এই দিনটির বেশ কয়েকটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লেখেন, ‘দৃশ্যত আমি একটি ডিগ্রি অর্জন করেছি।’ ছবির মধ্যে মালালাকে সমাবর্তনের কালো গাউন ও টুপিতে দেখা যায়। একটি ছবিতে মালালা দাঁড়িয়ে আছেন তাঁর বন্ধুদের সঙ্গে।

২০২০ সালের মে মাসে অক্সফোর্ডে মালালাদের এ সনদ প্রদান অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে কোভিড মহামারি ছড়িয়ে পড়ায় তা স্থগিত করা হয়। বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর থেকে অক্সফোর্ডে স্নাতকদের জন্য অনুষ্ঠানের আয়োজন আবার শুরু হয়েছে। গেল দুই মাসে বেশ কয়েকটি তারিখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন: 

আনালিনা বেয়ারবক হতে যাচ্ছেন জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *