ক্যারিয়ার প্রতিবেদক, ধূমকেতু ডটকম: স্থাপত্য অধিদপ্তরের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পরীক্ষাটি ১৫/১০/২০২১ (শুক্রবার) এবং ১৬/১০/২০২১ (শনিবার) এর পরিবর্তে আগামী ২২/১০/২০২১ (শুক্রবার) এবং ২৩/১০/২০২১ (শনিবার) অনুষ্ঠিত হবে।
স্থগিতকৃত নিয়োগ পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নোটিশে বলা হয়- “স্থাপত্য অধিদপ্তরের থ্রিডি এনিমেটর, ড্রাফটসম্যান (নকশাকার গ্রেড-২), সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, কেয়ারটেকার, ড্রাফটসম্যান (নকশাকার গ্রেড-৪), অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সহকারী মডেল মেকার, সহকারী প্রিন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার এবং বুক বাইন্ডার মোট ১২(বার) শ্রেণির ননগেজেটেড ৩৮ (আটত্রিশ)টি শূন্য পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে গত ০২/০৭/২০২১ (শুক্রবার) এবং ০৩/০৭/২০২১ (শনিবার) তারিখে “সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ১৪৮, নিউ বেইলী রোডে, ঢাকা-তে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত: সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। উক্ত স্থগিতকৃত পরীক্ষাসমূহ গ্রহণের তারিখ আগামী ১৫/১০/২০২১ (শুক্রবার) এবং ১৬/১০/২০২১ (শনিবার) পুনঃনির্ধারণ করা হয়েছিল। অনিবার্য কারণে স্থগিতকৃত পরীক্ষাসমূহ ১৫/১০/২০২১ (শুক্রবার) এবং ১৬/১০/২০২১ (শনিবার) এর পরিবর্তে যথাক্রমে আগামী ২২/১০/২০২১ (শুক্রবার) এবং ২৩/১০/২০২১ (শনিবার) তারিখে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ১৪৮, নিউ বেইলী রোডে, ঢাকা’তে অনুষ্ঠিত হবে”।
পরিবর্তিত পরীক্ষার তারিখ: ২২/১০/২০২১ (শুক্রবার) এবং ২৩/১০/২০২১ (শনিবার)
আরো পড়ুন: