ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: অস্ট্রেলিয়ায় করোনার অমিক্রন ধরন শনাক্তের হার বাড়তে থাকায় দেশটির সীমান্ত খোলার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শিক্ষার্থী, দক্ষ কর্মী, শরণার্থী ও হলিডে ভিসাধারীদের অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেওয়ার কথা ছিল। তবে সরকারের এ সিদ্ধান্ত ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যে বিদেশফেরত পাঁচ যাত্রী অমিক্রন ধরনে সংক্রমিত বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সীমান্ত খোলার সিদ্ধান্ত সাময়িকভাবে বন্ধ রাখার কারণ হিসেবে প্রধানমন্ত্রী বলেন, ‘এ সময়ের মধ্যে আমরা করোনার অমিক্রন ধরন সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করব। এতে আমরা অমিক্রন ধরনের উপসর্গ, এর ওপর টিকার প্রভাব, কত দ্রুত ছড়ায়—এমন তথ্য জানতে পারব।’
অস্ট্রেলিয়ার সীমান্ত ১৮ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। তবে দেশটির নাগরিক ও স্থায়ী বাসিন্দা এবং তাদের নিকট পরিবারের সদস্যদের জন্য এখনো সীমান্ত খোলা থাকছে।
আরো পড়ুন:
ওমিক্রন মোকাবেলায় অসুস্থ ও ষাটোর্ধ্বদের ভ্রমণ স্থগিতের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার