শৈশব-কৈশোর

স্ট্যান্ডার্ড থ্রি-র ছাত্রী লিয়ানার নৃত্য মন মাতিয়েছে সবার

বিনোদন প্রতিবেদক: লিয়ানার জন্ম গ্রিসে। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে স্ট্যান্ডার্ড থ্রি-তে পড়াশোনা করছে। তিন বছর বয়স থেকেই শিখছে নাচ। বাফাতে নাচ এবং ছায়ানটে গান শিখছে। সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছে। বিটিভি, এনটিভি ও এটিএন বাংলায় নাচ করেছে।

https://youtube.com/watch?v=ztdYH1JsNGE

মাঝে মাঝে এটিএন বাংলায় ছোটদের ‘আহা কি আনন্দ’ ও ‘ছন্দে আনন্দে’ এনকারিং করে। লিয়ানা প্রতি বছর নাচে স্কুলে প্রথম হয়। অনেক প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে সে। লিয়ানার মা রুয়াইদা আলম এয়ার হোস্টেজ। সৌদিয়া এয়ারলাইন্সে কর্মরত। বাবা লোকমান হোসেন।

এই লকডাউন পরিস্থিতিতে পড়াশোনা এবং টিভি দেখা ছাড়া শিশুদেরও কিছু করার নেই। তাই ঘরে বসেই নাচে-গানে চলছে নিজের বিনোদন। পাশাপাশি বড়রাও পাচ্ছেন আনন্দের খোরাক। চলুন দেখি ভিডিওতে লিয়ানার নাচ।

আরও পড়ুন: সংস্কৃতি অঙ্গনের তিন ভাইবোন এখন কেবলই স্মৃতি

ঘোষণা ::

লিয়ানার মতো তোমরা শিশুরা যারা নাচ করো, গান করো, আবৃত্তি করো, আরো অনেক রকমের মজাদার পারফরমেন্স আছে- সেগুলো করো, তোমরা সেসব ভিডিও পাঠিয়ে দাও। আমরা প্রচার করবো। সাথে দিতে হবে নাম, তুমি কোন স্কুলে পড়ো, শ্রেণী, বাবা-মা’র নাম- এসব তথ্য। সঙ্গে লাগবে একটি স্টিল ছবি। আর এ বিষয়ে অভিভাবকের সহযোগিতা তো অবশ্যই নেবে।

ভিডিও ও তথ্য পাঠানোর ঠিকানা:

Email: daily dhumketu365@gmail.com

Facebook Page: https://www.facebook.com/Sukhaborcom-2146298322131368

SUKHABOR TV: https://www.youtube.com/channel/UCx4TmLqFTPkKVq-erC_Gj1g/videos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *