স্বাস্থ্য

টিকা পেতে স্কুল শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: করোনা টিকা পেতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইনে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

আজ সোমবার দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম দিন সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে মন্ত্রিসভার এক বৈঠকে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ১২টি স্থানে ১ নভেম্বর থেকে স্কুলশিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছিলেন।

নির্দেশনায় বলা হয়েছিল, ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার জন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যে তথ্য পাওয়া গেছে, এর মধ্যে সঠিক ফরম্যাটের তথ্য সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণের লক্ষ্যে সুরক্ষা ওয়েবসাইটে জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের লিংকে (https://surokkha.gov.bd/birth-reg-enroll) ঢুকে দ্রুততম সময়ে জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আরো পড়ুন:

আজ থেকে শুরু ১২-১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের টিকাদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *