ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: এই বয়সেই চুলগুলো হাঁটু ছাড়িয়ে তার পায়ে গিয়ে পড়েছে। আনতোনেলার এই চুলের খ্যাতি এখন বিশ্বময়। এটা তার বাবা-মার কাছেও বেশ গর্বের। নিজের অতিপ্রিয় সেই চুলগুলো নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিচ্ছে সে।
প্রশ্ন হচ্ছে, এই বয়সে এত বড় চুল কীভাবে হলো তার। করোনার কারণে বিশ্বের অন্যান্য বহু দেশের মতো দীর্ঘদিন ধরে লকডাউন চলছে আর্জেন্টিনায়ও। অফিস-আদালতের পাশাপাশি বন্ধ স্কুল-কলেজও। ফলে প্রায় ১৮ মাস ধরে স্কুলে যায়নি আনতোনেলা।
স্কুল নেই, তাই চুল কাটাকাটিও নেই। একটানা দেড় বছর চুল না কাটায় এত বড় হয়েছে তার চুল। তবে সে বলছে, স্কুলে ফিরতে পারলেই সব চুল কেটে ছোট করে ফেলবে সে।
আনতোনেলার এই লম্বা চুলের ছবিগুলো তুলেছেন আর্জেন্টিনার ফটোগ্রাফার ইরিনা ওয়ানিং। প্রায় ১৫ বছর ধরে মেয়েদের চুলের ছবি তোলার কাজ করেন তিনি।
আরো পড়ুন: