পর্যটন ও পরিবেশস্বাস্থ্য

সৌদি আরব যাওয়া যাবে করোনার এক ডোজ টিকা নিলেই

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: করোনাভাইরাসের টিকার অন্তত এক ডোজ নেওয়া থাকলেই সৌদি আরবে প্রবেশের অনুমতি পাওয়া যাবে।

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মাঝেই সৌদি আরবের পক্ষ থেকে ভ্রমণ সংক্রান্ত নতুন এ নির্দেশনা এলো বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে শঙ্কার মুখে আফ্রিকার সাতটি দেশ থেকে ফ্লাইট চলাচলে সৌদি সরকার স্থগিতাদেশ দেওয়ার পরদিনই শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণ সংক্রান্ত নতুন এ নির্দেশনা জারি করে।

জারি করা সর্বশেষ এ নির্দেশনায় বলা হয়েছে, টিকার একটি ডোজ নেওয়া থাকলেই আগামী শনিবার থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে সৌদি আরবে প্রবেশের অনুমতি পাওয়া যাবে। তবে এক্ষেত্রে সৌদি আরবে প্রবেশের পর তিন দিন থাকতে হবে কোয়ারেন্টিনে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে গত শুক্রবার দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লেসোথো ও ইসওয়াতিনি থেকে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব।

আরো পড়ুন:

কলকাতায় বেড়েছে বাংলাদেশি পর্যটকদের ভিড়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *