ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: সৌদি আরবের স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এমনটা জানিয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে সৌদি গেজেট।
একইসঙ্গে সৌদির শিক্ষা মন্ত্রণালয় ‘তাওয়াক্কালনা ওয়েবে’র মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যের দৈনিক আপডেট রাখতে স্কুল প্রশাসনকে নির্দেশ দিয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষের মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে মোবাইল ফোন আনা যাবে। সেক্ষেত্রে যেসব শিক্ষার্থীর স্বাস্থ্যগত সমস্যা আছে তারা স্কুলে মোবাইল ফোন নিয়ে আসতে পারবে। তবে তা স্কুল প্রশাসনের কাছে জমা থাকবে।
স্টাফ, শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং অন্যরা স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও ভিডিও করতে পারবে না বলেও জোরারোপ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এটা নিয়মের লঙ্ঘন বলেও উল্লেখ করেছে তারা। এর আগে বলা হয়েছিলো যারা মোবাইল ফোনের অপব্যবহার করে কারও গোপনীয়তা ভঙ্গ বা অন্যের মর্যাদাহানি ঘটাবে তাদের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ সৌদি রিয়াল জরিমানা দিতে হবে।
আরো পড়ুন: