বিনোদন

সৌদিতে কদর বেড়েছে সিনেমা হলের!

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: সৌদি আরবে ১৯৭০ সালের পর দেশটির ইসলামিক নেতারা সিনেমা হলগুলো বন্ধ করে দেন। এর পর ৩৫ বছর ধরে সেখানে কোনো সিনেমা হল ছিল না। ২০১৮ সালে সিনেমা হলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির রাজপরিবার।  এই দীর্ঘ বিরতির পর ২০১৮ সালের ১৮ এপ্রিল রিয়াদে চালু হয় দেশটির প্রথম সিনেমা হল। সিনেমার কদর বাড়ায় দেশটিতে বাড়ছে হলের সংখ্যাও। খবর সৌদি গ্যাজেটের।

গত তিন বছরে ১১ প্রতিষ্ঠানকে সিনেমা হল নির্মাণ এবং চলচ্চিত্র প্রদর্শনের লাইসেন্স দেওয়া হয়েছে। বড় শহরগুলোর পাশাপাশি সৌদির গ্রামাঞ্চলেও বেড়েছে বিদেশি সিনেমার কদর।

সে জন্য বিশ্বের সবচেয়ে বড় সিনেমা হল চেইন আমেরিকান মুভি ক্লাসিকস বা এএমসির সঙ্গে চুক্তি হয়েছে দেশটির।

বিনোদনের নানা উৎসে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বর্তমানে দেশটির ১২ শহরে ৩৪টি সিনেমা হলে ৩৫ হাজার দর্শক ছবি দেখার সুযোগ পাচ্ছেন। বাড়িতে অনেকে বড়পর্দায় ছবি দেখতে পারলেও সিনেমা হলে গিয়ে ছবি দেখার আলাদা আমেজ রয়েছে। এ কারণেই সৌদিতে সিনেমা হলে বেড়েছে দর্শনার্থীদের ভিড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *