সোশ্যাল মিডিয়াগুলোর সংস্কার প্রয়োজন: হোয়াইট হাউস

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা যে কাজ করছে না, তা বিশ্লেষকরা বারবার বলেছেন। এবার হোয়াইট হাউস থেকেও এ বিষয়ে বলা হয়েছে।

একইসঙ্গে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সংস্কার করা উচিত।

সম্প্রতি ফেসবুকের বিষয়ে বিস্ফোরক তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক প্রোডাক্ট ম্যানেজার ফ্রান্সিস হজেন। এর পরপরই হোয়াইট হাউসের প্রতিক্রিয়া এলো।

হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে আরও অনেক কিছু করার প্রয়োজন রয়েছে। ফেসবুক নিয়ে গোপনীয়তা ও বিশ্বাস ভঙ্গের বিষয়ে যে উদ্বেগ দেখা দিয়ে সে বিষয়ে নীতিমালায় সংস্কার আনা প্রয়োজন।

ফেসবুকের সাবেক প্রোডাক্ট ম্যানেজার ফ্রান্সিস ফেসবুকের ব্যবসায়িক কর্মকাণ্ড মেনে নিতে না পেরে চলতি বছর প্রতিষ্ঠানটির চাকরি ছাড়েন। চাকরি ছাড়ার আগে কপি করে নিয়েছিলেন ফেসবুকের বেশকিছু অভ্যন্তরীণ নথিপত্র। সেই নথির ওপর ভিত্তি করে ফেসবুকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন তিনি। মার্কিন কংগ্রেসেও তিনি বলেছেন, ফেসবুকের সাইট ও অ্যাপগুলো শিশুদের ক্ষতি ও গণতন্ত্রকে দুর্বল করার পাশাপাশি বিভাজনও সৃষ্টি করে। ফেসবুক ও ইনস্টাগ্রাম কীভাবে নিরাপদ রাখা যায়, তা জানে কর্তৃপক্ষ। কিন্তু তারা সেটা না করে মুনাফাকে গুরুত্ব দিচ্ছে।

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সমালোচনা করে তিনি বলেন, জাকাবার্গকে কারও কাছে জবাবদিহি করতে হয় না। কারণ, প্রতিষ্ঠানটিতে তিনি ছাড়া এ দায়িত্বে অন্য কেউ নেই।

ফেসবুক নিয়ে প্রতিষ্ঠানটির সাবেক কর্মী নানা অভিযোগ করলেও ফেসবুক তা অস্বীকার করেছে।

আরো পড়ুন:

উন্নত ইন্টারনেট সেবা দিতে ব্যান্ডউইথের সর্বোচ্চ ব্যবহার করতে হবে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *