সংস্কৃতি প্রতিবেদক, সুখবর ডটকম: বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ ১ এপ্রিল, ২০২৩ শনিবার, রাত ৯:০০ টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে রবীন্দ্র-সংগীতের অনুষ্ঠান ‘আমি অপার হয়ে বসে আছি’ পর্ব।
আজ ৯২৬তম পর্বে লোক অঙ্গের বিভিন্ন ধারার ভাব ও ভক্তি-সংগীত নিয়ে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে ‘সোনার তরী’র ফেসবুক পেজে সরাসরি উপস্থিত থাকবেন অত্যন্ত মেধাবী ও প্রতিভাধর শিল্পী শ্রীবাস বালা। বড়দাদা কমলেশ চন্দ্র বালার কাছেই হাতে খড়ি ও তালিম নেন শ্রীবাস। মুলত শ্রীবাস একজন প্রকৃতিগত সাধক ও জাত শিল্পী।
‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এবং সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
অনুষ্ঠান লিংক: সোনারতরী
এসি/আইকেজে
আরো পড়ুন:
খোকন কুমার রায়ের হৃদয় ছোঁয়া বিরহের গান ‘অনন্ত পিয়াসা’ (ভিডিও)