সৌরজগতের বৃহত্তম গিরিখাতের ছবি প্রকাশ করলো নাসা
এবার সৌরজগতের বৃহত্তম গিরিখাতের ছবি প্রকাশ করলো নাসা। পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর তালিকার মধ্যে একটি হলো গ্র্যান্ড ক্যানিয়ন। যা পৃথিবীর সবচেয়ে বড় গিরিখাত বলে পরিচিত। এটি অ্যারিজোনা রাজ্যে অবস্থিত।
শুধু আমেরিকা নয় সারা বিশ্বের মধ্যে অন্যতম সুন্দর গিরিখাত বলে খ্যাত এই গ্র্যান্ড ক্যানিয়ন।
কিন্তু সৌরজগতের মধ্যে সবচেয়ে বড় গিরিখাত হলো ভ্যালেস মেরিনেরিস। যার অবস্থান হলো মঙ্গল গ্রহে। আর এই গিরিখাতের ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
গ্র্যান্ড ক্যানিয়নের দৈর্ঘ্য ২৭৭ মাইল যেখানে সৌরজগতের গিরিখাতটির দৈর্ঘ্য ২৫০০ মাইলেরও বেশি। এবং এর গভীরতাও ৩ গুণ বেশি।