জাতীয়

সেপ্টেম্বরে ৭৮৪১ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ২২

সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৮৪১ জন, যা চলতি বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে আগস্টে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাত হাজার ৬৯৮ জন।
অন্যদিকে সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। আগস্টে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন ৩৪ জন।
শুক্রবার (১ অক্টোবর) ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৫ জন। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন।
কন্ট্রোল রুম জানাচ্ছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি আছেন ৯৭৫ জন। এদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৬৬ জন। অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ২০৯ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ হাজার ৩৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৩১৯ জন। আর চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *