বিনোদন প্রতিবেদক,ধূমকেতু ডটকম: বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগে অংশ নেয় ‘রেহানা’। ১২ সেপ্টেম্বর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে। সেন্সর সার্টিফিকেট পেলেই আগামী অক্টোবরের শেষে সিনেমাটি মুক্তি পাবে।

সিনেমাটির অন্যতম প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘আগস্ট থেকেই আমরা সিনেমাটি জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু কিছু কাগজপত্র প্রস্তুত করতে দেরি হয়ে যায়। আমরা প্রয়োজনীয় সব ডকুমেন্টসহ রোববার “রেহানা” সেন্সরে জমা দিয়েছি।

আশা করি, শিগগির সেন্সর পাবে। তখন আমরা দেশের দর্শকের কাছে সিনেমাটি নিয়ে যেতে পারব।’

সিনেমাটির আন্তর্জাতিক ভার্সনের কোনো দৃশ্য বাদ যাচ্ছে কি না, জানতে চাইলে এই প্রযোজক বলেন, ‘কান চলচ্চিত্র উৎসবে যে ভার্সন দেখানো হয়েছে, সেই একই ভার্সন দেশের দর্শক দেখবেন। সিনেমায় কোনো সংযোজন–বিয়োজন নেই।’

সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক বলেন, ‘“রেহানা” সিনেমাটি নিয়ে আমরা অনেকে আগ্রহী। গতকাল সিনেমাটি জমা পড়েছে। পেনড্রাইভ ও সিডিতে ছবিটি জমা দিয়েছে কর্তৃপক্ষ। অফিসে সিডিটি চালাতে গিয়ে কিছুটা সমস্যা দেখা দেয়। নতুন একটা সিডি হয়তো দু–এক দিনের মধ্যে জমা দেবে তারা।

শিডিউলমতো সিনেমাটি দেখা হবে। সব ঠিক থাকলে আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পাবে।’

কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর মেলবোর্ন, বুসান ও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও সিনেমাটি ডাক পেয়েছে।

বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবির গল্প। কলেজে সংঘটিত অপ্রত্যাশিত একটি ঘটনা দেখে ফেলে রেহানা। এর পর থেকে সে তার এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী অপর শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। আবদুল্লাহ মোহম্মদ সাদ পরিচালিত ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

আরও দেখুন:

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড নায়িকা তাপসী পান্নু0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *