নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: টেকনাফের সেন্টমার্টিনের সৈকতের পাথরের ভিতর থেকে একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া সমুদ্র সৈকত থেকে উদ্ধার হওয়া সাপটি লম্বায় ১২ থেকে ১৫ ফুট, ওজন আনুমানিক ১২ কেজি। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুল্লাহ খান বলেন, ‘স্থানীয় কয়েকজন শিশু সমুদ্র সৈকতের পাথরের ভেতরে সাপটি দেখতে পায়। হঠাৎ দ্বীপে এত বড় সাপ দেখে আতঙ্কে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হন। এসময় কৌশলে মাছ ধরার জাল দিয়ে সাপটি আটক করেন তারা। এছাড়াও কয়েক বছর আগে দ্বীপ থেকে আরও একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছিল।’
ইউএনও পারভেজ চৌধুরী বলেন, ‘অজগর উদ্ধারের বিষয়টি নিয়ে উপজেলা উপকূলীয় বন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। সাপটি সেন্ট মার্টিন থেকে এনে টেকনাফের বনাঞ্চলে ছেড়ে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা চলছে।’
উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা অসীম বাড়ৈ বলেন, ‘সাপটি টেকনাফ বনাঞ্চলের ছেড়ে দেওয়ার পরিকল্পনা হয়েছে। তবে সাগর উত্তাল থাকায় সাপটি বর্তমানে রফিকুল ইসলামের বাড়িতে রাখা হয়েছে।’