প্রচ্ছদ

সেই প্রেমিকের সঙ্গে জাপানের প্রিন্সেসের বিয়ে ২৬ অক্টোবর

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: নানা বিতর্কের পর অবশেষে সাধারণ পরিবারের প্রেমিক কোমুরোর সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন জাপানের প্রিন্সেস মাকো।

আগামী ২৬ অক্টোবর তাদের বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

বিয়ের পর স্বামী কোমুরোর সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যাবেন প্রিন্সেস মাকো; সেখানেই আইনজীবী হিসেবে কাজ করেন কোমুরো।

২০১২ সালে জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পরিচয় হয় মোমুরো ও মাকোর। এরপরই প্রেম। ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হয়।

প্রিন্সেস মাকো বাগদানের ঘোষণা দেওয়ার এক বছর পর ২০১৮ সালেই তাদের বিয়ে করার পরিকল্পনা ছিল। কিন্তু সেই বিয়ে পিছিয়ে যায়। বিয়ের পরিকল্পনা দু’বছর পিছিয়ে যাওয়ার পর অবশেষে তা মেনে নেন জাপানের ক্রাউন প্রিন্স ফুমিহিতো।

কেই কোমুরোর মায়ের আর্থিক সমস্যা নিয়ে পারিবারিক বিরোধের খবর সামনে আসার পর বিয়ে পিছিয়ে গিয়েছিল। যদিও রাজপ্রাসাদ পরে বিয়েতে দেরির কারণ হিসেবে এই বিষয়টির কোনও যোগসূত্র থাকার কথা অস্বীকার করে।

জাপানের কিয়োদো বার্তা সংস্থা জানায়, প্রিন্সেস মাকোর প্রেমিক কেই কোমুরো নিউ ইয়র্কের একটি ল স্কুল থেকে পড়াশুনা শেষ করেন। কোমুরোর মা ছেলের টিউশন ফি দেওয়ার জন্য অর্থ ধার করেছিলেন এবং পরে তা ফেরত দেননি বলে অভিযোগ আছে।

তবে কোমুরো অভিযোগ অস্বীকার করে জানান, তার পরিবারের কোনও আর্থিক সমস্যা নেই এবং তার মায়ের ঋণ পরিশোধ না করার বিষয়টিও সমাধান হয়ে গেছে। কিন্তু কোমুরোর মা যার কাছ থেকে অর্থ নিয়েছিলেন সেই ব্যক্তি স্থানীয় গণমাধ্যমে এ বিষয়টি মিটমাট হওয়ার কথা অস্বীকার করেন।

জাপানের নিয়মানুযায়ী, জাপানি রাজবংশের বাইরে সাধারণ পরিবারের কাউকে বিয়ে করার ক্ষেত্রে রাজপুত্র কিংবা রাজকুমারীকে রাজকীয় পদমর্যাদা হারাতে হয় এবং রাজপ্রাসাদের সবকিছুই ত্যাগ করতে হয়।

আরো পড়ুন:

একশ বছর পর রাশিয়ায় প্রথম রাজকীয় বিয়ে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *