অভিমত

সেই পাপই তাকে নিয়ে এসেছে এতোদূর ফাঁসির মঞ্চে ।। প্রসঙ্গ খুনি মাজেদ

খোকন কুমার রায়:

ফাঁসির আগে কি খুনি মাজেদকে পানি খেতে দেয়া হয়েছিল? হয়তো দেয়া হয়েছিল। কিন্তু এই খুনিটা ছোট্ট রাসেলকে পানি খেতে দেয়নি। এক বুক তেষ্টা নিয়ে, বুকের রক্তে জগৎ ভাসিয়ে এই খুনির গুলিতে নিহত হয়েছিল ছোট্ট রাসেল। আর এই খুনিটা মরিতে চাহেনা সুন্দর এই ভূবনে, প্রাণ ভিক্ষা করে হলেও বেঁচে থাকতে চায়। যদিও বেঁচে থাকার অধিকার হারিয়েছিল পঁচাত্তরেই। কারা বাঁচিয়ে রেখেছিল তাকে পুরস্কারসহকারে? ইতিহাস খুঁজে পায় সেই উত্তর। কেননা তারাও আজ ঘৃণিত খুনির মতন।

বঙ্গবন্ধুর চেতনার ধারক প্রতিটি প্রাণ কেঁদে চলে অবিরাম আর ফাঁসি চায় অবশিষ্ট ঘাতকদের।

অপেক্ষায় থাকি কবে হবে ফাঁসি পালিয়ে থাকা খুনি রশিদ, ডালিম, রাশেদ, মোসলেম ও নূরদের। নিশ্চই মাজেদের মতো পাপই অবশিষ্ট খুনিদের টেনে নিয়ে আসবে ফাঁসির মঞ্চে।

আফসোস, অনেকগুলো বছর বোনাস লাইফ পেয়ে গেছে খুনিগুলো। এই জাতি দেখতে চায়- পাপ করে পালিয়ে থাকা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *