সাকিবকে নিয়ে সিনেমা বানাতে চান সৃজিত মুখোপাধ্যায়

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু বাংলা: সাকিব আল হাসানকে নিয়ে সিনেমা বানাতে চান সৃজিত মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের জনপ্রিয় এ চলচ্চিত্র নির্মাতা আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে জানিয়ে গেলেন তাঁর ইচ্ছার কথা।

হঠাৎই স্ত্রী মিথিলাকে নিয়ে মিরপুর স্টেডিয়ামের প্রেসবক্সে হাজির হন সৃজিত। তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা অবশ্যই আছে। সাকিবকে নিয়ে এখনো কোনো সিনেমা হয়নি কেন, সেটাই ভাবছি। সে এমন একজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডার, আমি ভেবেছিলাম এত দিনে তো হুড়োহুড়ি লেগে যাবে, কে বানাবে। যদি বানানো হয়, অবশ্যই আমার আগ্রহ থাকবে বানানোর জন্য।’

সাকিবের পাশাপাশি বাংলাদেশের দুই সাবেক অধিনায়কের জীবনী নিয়ে পড়াশোনা করেছেন সৃজিত। তাঁরা হলেন রকিবুল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। এর মধ্যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগে পাকিস্তান একাদশের হয়ে ঢাকা স্টেডিয়ামে ব্যাটে ‘জয় বাংলা’ স্টিকার লাগিয়ে রকিবুলের ব্যাটিং করতে নামার ইতিহাসটা খুব টানে সৃজিতকে। সেটি নিয়েও ছবি বানানোর ইচ্ছা তাঁর, ‘রকিবুল হাসানের যে ঘটনা ব্যাটে জয় বাংলা লিখে খেলতে নামা, যে প্রতিবাদ, সে সময়ের পাকিস্তান দল আর মুক্তিযুদ্ধের সঙ্গে ক্রিকেটের যে সম্পর্ক, সে ঘটনা নিয়েও আমার খুবই ইচ্ছা সিনেমা বানানোর।’

ক্রিকেট নিয়ে সৃজিত এরই মধ্যে সিনেমা বানিয়েছেন। ভারতীয় নারী ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার মিতালি রাজকে নিয়ে সৃজিতের বানানো ‘শাবাশ মিথু’ সিনেমাটি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা। ক্রিকেট নিয়ে নিজের ভালোবাসার কথা জানাতে গিয়ে তিনি বলছিলেন, ‘ক্রিকেট আমার প্রথম প্রেম। ক্রিকেট আমাকে যেভাবে উৎসাহিত করে, সেভাবে আর কিছু করে না। আশা করি, দ্রুতই বাংলাদেশে ক্রিকেট নিয়ে কিছু করতে পারব।’

আরো পড়ুন:

নাটকীয়তা শেষে সাকিবের ছুটি মঞ্জুর করলো বিসিবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *