শিল্প ও বাণিজ্য

সুদিন যাচ্ছে ফেসবুকের : এখন ট্রিলিয়ন ডলারের কোম্পানি

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: সুদিন যাচ্ছে ফেসবুকের। মার্কিন নিয়ন্ত্রকদের বিরুদ্ধে আদালতে জয়ের পর এবার প্রথমবারের মতো এক ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে নাম লেখাল সামাজিক যোগাযোগমাধ্যমটি। মঙ্গলবার পুঁজিবাজারে মার্কিন এই কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ, যা একে নিয়ে গেছে নতুন এই উচ্চতায়। বিশ্বের ৫ নম্বর প্রযুক্তি কোম্পানি হিসেবে ট্রিলিয়ন ডলার ক্লাবে নাম লেখাল ফেসবুক। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত বছরের ডিসেম্বরে ফেসবুকের বিরুদ্ধে অবৈধ প্রতিযোগিতার অভিযোগ আনে মার্কিন ট্রেড কমিশন (এফটিসি)। এফটিসি ও দেশের ৪৮ অঙ্গরাজ্য মিলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে মামলাটি করে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ও রাজ্য সরকারের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। এতে ফেসবুকের বিরুদ্ধে উঠতি প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোকে অবৈধভাবে নির্মূল করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের আইনে কোনো ব্যবসায় একচেটিয়া অধিকার ভোগ করার সুযোগ নেই। ফেসবুক এ আইনের লঙ্ঘন করে সামাজিক যোগাযোগমাধ্যমের একচেটিয়া প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অ্যান্টি–ট্রাস্ট আইনের এ মামলায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমটি একচেটিয়া ডিজিটাল বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করছে। প্রতিযোগিতা মেনে না নেওয়ার আচরণ দেখিয়ে আমেরিকার বাণিজ্যনীতির লঙ্ঘন করছে ফেসবুক। তাদের এই একচেটিয়া নিয়ন্ত্রণের কাঠামো ভেঙে দেওয়ার জন্য মামলায় আদালতের আদেশ কামনা করা হয়েছে। তবে আদালত রায় দিয়েছেন যে এফটিসির আনা অভিযোগটি খুবই অস্পষ্ট।

আদালতের ওই রায়ের পর পুঁজিবাজারে বেড়েছে কোম্পানিটির শেয়ারের দর। আর এটি ঢুকে পড়েছে ট্রিলিয়ন ডলার কোম্পানির ক্লাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *