আন্তর্জাতিক

সুদানে অভ্যুত্থানবিরোধী শিক্ষকদের বিক্ষোভে টিয়ার গ্যাস নিক্ষেপ


সামরিক অভ্যুত্থানের বিরোধিতায় গণতন্ত্রকামীদের বিক্ষোভ-প্রতিবাদে যোগ দেওয়া শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে উত্তর আফ্রিকার দেশ সুদানের নিরাপত্তা বাহিনী। রোববার দেশটির রাজধানী খার্তুমের বিক্ষোভ সমাবেশ এই টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বিক্ষোভ সমাবেশ থেকে অনেক শিক্ষককে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী। গত মাসের অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে দুই দিনের নাগরিক অসহযোগ আন্দোলনের প্রথমদিনে রাতভর ব্যারিকেড স্থাপন করেছিলেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ থেকে সামরিক সরকারের বিদায় এবং বেসামরিক সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দাবি তুলেছেন গণতন্ত্রকামীরা। সঙ্কট নিরসনের চেষ্টায় আলোচনার জন্য আরব লিগের মধ্যস্থতাকারীরা খার্তুমে যখন পৌঁছেছেন, তখন দেশটিতে তাদের উপস্থিতির মাঝেই বিক্ষোভ-সমাবেশ করছেন অভ্যুত্থানবিরোধীরা।
খার্তুম থেকে বিবিসির প্রতিনিধি অ্যান্ড্রু হার্ডিং বলেছেন, দেশটির বেসামরিক প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক এখনও গৃহবন্দি আছেন এবং সামরিক সরকার তাদেরকে সহযোগিতা করতে হামদকের ওপর চাপ প্রয়োগ করছে।
গত ২৫ অক্টোবর অভ্যুত্থানের নেতা জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান দেশটির সরকার ভেঙে দেন এবং বেসামরিক নেতাদের গ্রেফতার করেন। এরপর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়।
দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় অনেকে দু’দিনের নাগরিক অসহযোগ আন্দোলনের ব্যাপারে জানতে পারেননি। তারপরও দেশটির শিক্ষকরা রাজধানী খার্তুমে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জড়ো হয়ে সামরিক সরকারের বিরোধিতায় বিক্ষোভ করেছেন।
বিক্ষোভে অংশ নেওয়া ভূগোলের শিক্ষক মোহাম্মদ আল-আমিন ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বুরহানের সিদ্ধান্তের বিরুদ্ধে নীরব অবস্থান কর্মসূচির আয়োজন করেছি।
তিনি বলেন, পরবর্তীতে পুলিশ এসে আমাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। যদিও আমরা সড়কে হাতে ব্যানার নিয়ে শুধুমাত্র অবস্থান নিয়েছিলাম।
খার্তুমের উত্তরের প্রধান সড়কগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাতে লাঠি এবং টিয়ার গ্যাসের গ্রেনেড নিয়ে টহল দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
দেশটির চিকিৎসকদের সংগঠন সেন্ট্রাল কমিটি অব সুদান বলছে, অভ্যুত্থানের বিরোধিতায় গণতন্ত্রকামীদের বিক্ষোভ-সমাবেশে আইনশৃঙ্খলাবাহিনীর সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১৪ জনের প্রাণহানি এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *